ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বর্ষার শেষ সময়ে নদীতে চলছে মাছ শিকারের উৎসব

শাকিল আহমেদ, স্টাফ ফটো করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, আগস্ট ৫, ২০২০
বর্ষার শেষ সময়ে নদীতে চলছে মাছ শিকারের উৎসব বর্ষার শেষ সময়ে নদীতে চলছে মাছ শিকারের উৎসব

ঢাকা: বিদায়ের পথে এগোচ্ছে শ্রাবণ মাস। চলে যাওয়ার অপেক্ষায় প্রহর গুনছে বর্ষাকালও।

চারদিকে এখন তাই নদী-নালায় থৈ থৈ পানি। সেই পানিতে ভেসে বেড়াচ্ছে কৈ, শিং, মাগুর, পাবদা, পুঁটি, চিংড়ি, টেংরার মতো নানান ধরনের দেশীয় মাছ।

তাই, গ্রামাঞ্চলে এখন প্রায় প্রতিদিনই নদীর পাড়ে চলছে মাছ ধরার উৎসব। সেই উৎসবে যোগ দিচ্ছে গ্রামের ছেলে-বুড়ো থেকে শুরু করে নারীরাও। হাত জাল বা টোপ জালের মাধ্যমে তারা এখন নদীর পাড়ে মাছ ধরার জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন।

টোপা-পানা আর কাঁদাজল মাড়িয়ে সবাই এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় কাটাচ্ছেন মাছ ধরার কাজে। সেই মাছ ধরা দেখতে ভিড় করে গ্রামের অন্যান্য মানুষেরাও। আর জালে মাছ উঠলেই শুরু হয়ে যায় সবার আনন্দ-উল্লাস।

বর্ষার সময় কাঁদা পানিতে নেমে হাত দিয়ে মাছ শিকার করা বা তীব্র রোদে হাঁটু কাঁদা-পানিতে দাঁড়িয়ে মাছ ধরা গ্রাম বাংলার অন্যতম বিনোদনও বটে। শত শত বছর ধরে এ ধারা চলে আসছে, যা আজও বহমান। আর মাছ শিকারের এই ছবিগুলো তোলা হয়েছে শীতলক্ষা নদীর পাড় থেকে।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, আগষ্ট ০৫, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।