ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিমুলিয়া-কাঠালবাড়ী রুটে লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, আগস্ট ৫, ২০২০
শিমুলিয়া-কাঠালবাড়ী রুটে লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ  লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় ফেরিতে পার হচ্ছেন অনেকে, ছবি: বাংলানিউজ

মুন্সিগঞ্জ: ঝড়ো বাতাস আর পদ্মায় তীব্র স্রোতের কারণে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের কাঠালবাড়ী নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।  

বুধবার (৫ আগস্ট) দুপুর থেকে স্পিডবোট ও বিকেল পৌনে ৫টা থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

 

বিষয়টি নিশ্চিত করে বিআইডাব্লিউটিএ'র পোর্ট অফিসার মো. শাহ আলম জানান, পদ্মানদীতে সকাল থেকেই তীব্র স্রোত ও বাতাস থাকায় ঝুঁকি নিয়ে লঞ্চ ও স্পিডবোট চলাচল করছিল। দুর্ঘটনা এড়াতে দুপুরের দিকে এসব নৌযান বন্ধ রাখা হয়েছে। সকাল থেকে কাঠালবাড়ী ঘাটে যাত্রীদের চাপ ছিল। আজ (বুধবার) আর স্পিডবোট ও লঞ্চ চালু হওয়ার সম্ভাবনা নেই।  

শিমুলিয়া ঘাটের বিআইডাব্লিউটিসি'র সহকারী ব্যাবস্থাপক প্রফুল্ল চৌহান জানান, পারের অপেক্ষায় তেমন গাড়ি নেই। যেসব গাড়ি আছে, স্বাভাবিক সময়ের মধ্যেই ঘাট ছাড়ছে। বর্তমানে ১৬টি ফেরির মধ্যে সাতটি ফেরি চলাচল করছে। তবে পদ্মার তীব্র স্রোতের কারণে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, আগস্ট ৫, ২০২০
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad