ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কেরানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, আগস্ট ৫, ২০২০
কেরানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

ঢাকা: ঢাকার কেরানীগঞ্জের ভাগনা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।

বুধবার (৫ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

পরে অচেতন অবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।

নিহত দু’জন হলেন- বিলকিস বেগম (৬০) ও তার ছেলে স্বপন (৩৫)।  

মৃত স্বপনের ভগ্নিপতি মো. সোহেল জানান, স্বপন কেরানীগঞ্জ কদমতলী এলাকায় একটি ভাঙারির দোকানে কাজ করতেন ও পরিবার নিয়ে ভাগনা কয়েল ফ্যাক্টারি এলাকায় থাকতেন। তার বাবার নাম আশরাফ সরদার।

তিনি আরও জানান, বন্যার পানিতে তাদের টিনশেড বাড়িতেও পানি উঠে যাওয়া দুপুরে মা ও ছেলে মিলে ফ্রিজ চকির ওপর উঠিয়ে রাখেন। সেই ফ্রিজের বিদ্যুতের তার থেকে টিনের বেড়ায় লেগে থাকায় পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে যায়। এতে স্বপন ও তার মা বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে খবর পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল খান বাংলানিউজকে জানান, দু’জনের  মরদেহ  মর্গে রাখা হয়েছে। পাশাপাশি কেরানীগঞ্জ মডেল থানায় বিষয়টি জানানো হয়েছে।


বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২০
এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad