ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

পঞ্চগড়ে ট্রাকচাপায় ব্যবসায়ীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, আগস্ট ৫, ২০২০
পঞ্চগড়ে ট্রাকচাপায় ব্যবসায়ীর মৃত্যু প্রতীকী ছবি

পঞ্চগড়: পঞ্চগড়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় তাইজুল ইসলাম (৪৫) নামে এক পাথর ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বুধবার (০৫ আগস্ট) দুপুরে পঞ্চগড় শহরের আধুনিক সদর হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাইজুল জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের বাংলাবান্ধা গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা য়ায়, ব্যবসায়ী তাইজুল ইসলাম তার স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে নিকট আত্মীয়ের বাড়ি বোদা উপজেলা থেকে নিজ গ্রাম বাংলাবান্ধা যাচ্ছিলেন। শহর অতিক্রম করার সময় হাসপাতালের সামনে তেঁতুলিয়াগামী একটি ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে স্ত্রী আসমা আক্তার ও চার বছরের কন্যা শিশু তাসমিনা আক্তার ছিটকে পড়ে যায়। এ সময় তাইজুল রাস্তায় পড়ে গেলে ট্রাক চালক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।  

খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ এসে আহতদের উদ্ধার করে দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহম্মদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।