ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে যাত্রীদের ভিড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, আগস্ট ৫, ২০২০
কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে যাত্রীদের ভিড় কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে যাত্রীদের ভিড়

মাদারীপুর: ঈদের ছুটি শেষে বুধবার (৫ আগস্ট) সকাল থেকে কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে রয়েছে কর্মস্থলমুখী যাত্রীদের ভিড়। বাতাস প্রবাহিত হওয়ায় পদ্মা উত্তাল থাকায় লঞ্চের চেয়ে ফেরিতে সাধারণ যাত্রীদের ভিড় বেশি দেখা গেছে।

কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, রাজধানী ঢাকাসহ কর্মস্থলে ফিরছে ঈদের ছুটিতে আসা ঘরমুখো মানুষ। বুধবার সকাল থেকেই কাঁঠালবাড়ী ঘাটে যাত্রীদের ভিড় দেখা গেছে। ফেরি, লঞ্চ ও স্পিডবোটে করে পদ্মা পাড়ি দিচ্ছেন যাত্রীরা। তবে সকাল ৯টার দিকে প্রবল বাতাস বইতে থাকলে উত্তাল হয়ে উঠে পদ্মানদী। এ কারণে যাত্রীদের একটা বড় অংশ ফেরিতে পার হচ্ছে। তবে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ফেরিঘাট সূত্রে জানা যায়, প্রবল স্রোতের কারণে বরাবরই ফেরি চলাচল ব্যহত হচ্ছে। রাতে বন্ধ রাখা হচ্ছে সব ফেরি চলাচল। ফলে উভয় ঘাট এলাকাতেই পরিবহনের কিছুটা চাপ রয়েছে। এদিকে, বুধবার সকাল থেকেই তিনটি রোরো ফেরিসহ সাতটি ফেরি চলাচল করছে। তবে স্রোতের কারণে ফেরি চলাচলে স্বাভাবিকের চেয়েও বেশি সময় ব্যয় হচ্ছে।

কাঁঠালবাড়ী লঞ্চঘাট সূত্র জানায়, লঞ্চঘাটে যাত্রীর চাপ মোটামুটি রয়েছে। রাতে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে যাত্রীদের একটা বড় অংশই পদ্মাপার হতে পারছে না। সেক্ষেত্রে দিনে যাত্রীদের চাপ একটু বেশিই থাকে। বুধবার পদ্মা কিছুটা উত্তাল রয়েছে। প্রতিটি লঞ্চেই ধারণ ক্ষমতা অনুযায়ী যাত্রী বহন করা হচ্ছে।

কাঁঠালবাড়ী ফেরিঘাট ঘুরে দেখা যায়, ফেরিতে উঠতে মোটরসাইকেলের চাপ সবচেয়ে বেশি। পাশাপাশি সাধারণ যাত্রীরাও অধিকসংখ্যক ফেরিতে পার হচ্ছে।

বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ী লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বাংলানিউজকে বলেন, ঢাকাগামী যাত্রীদের চাপ রয়েছে ঘাটে। লঞ্চ-স্পিডবোট চলাচল স্বাভাবিক রয়েছে।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম বাংলানিউজকে বলেন, নৌরুটে সাতটি ফেরি চলছে। ফেরিতে যাত্রীদের চাপ বেশি। স্রোতের কারণে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। রাতে বন্ধ থাকছে ফেরি চলাচল।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, আগস্ট ৫, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ