ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাষ্ট্রপতির স্বপ্নের হাওর ঘুরে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, আগস্ট ৫, ২০২০
রাষ্ট্রপতির স্বপ্নের হাওর ঘুরে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী মিঠামইনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামলকে স্বাগত জানান রেজওয়ান আহাম্মদ তৌফিক , ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের নিকলী, মিঠামইন ও অষ্টগ্রামের হাওর এবং ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়ক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।  

মঙ্গলবার (৪ আগস্ট) তিনি একদিনের সফরে কিশোরগঞ্জ হাওরে আসেন।

হাওর ছাড়াও তিনি হাওর এলাকার বিভিন্ন উন্নয়ন কাজ ও দর্শনীয় স্থান পরিদর্শন করেন।

এর আগে, ঢাকা থেকে সড়ক পথে কিশোরগঞ্জের নিকলী উপজেলা সদরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে তিনি নৌ-পথে মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে যান। সেখানে ডিএমপির তেজগাঁও জোনের উপকমিশনার  হারুন অর রশীদের বাড়িতে মধ্যাহ্ন ভোজে অংশ নেন তিনি।

এরপর তিনি পুলিশের গাড়িতে চড়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্বপ্নের ৩৫ কিলোমিটার অলওয়েদার সড়ক ও ধলেশ্বরী নদীর উপর নির্মিত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সেতু পরিদর্শনে অষ্টগ্রাম যান।

বিকেলে গার্ড অব অনারের আগে মিঠামইন সরকারি ডাক বাংলোয় স্থানীয় সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে অভ্যর্থনা জানান।

এসময় উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ইউপি) চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফ কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিম মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোবারক আলম বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. শাহজাহান মিয়া, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাইনুদ্দিন খান্দকার প্রমুখ।  

হাওর পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মো. মাশরুকুর রহমান খালেদ, ডিএমপির তেজগাঁও জোনের উপকমিশনার  হারুন অর রশীদ, মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রভাংশু সোম মহান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাষ্ট্রপতির বাড়িতে বেড়াতে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামল, ছবি: বাংলানিউজ

রাতে রাষ্ট্রপতির সদ্য প্রয়াত ছোট ভাই ও একান্ত সহকারী সচিব আবদুল হাইয়ের কবর জিয়ারত করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

পরে স্বরাষ্ট্রমন্ত্রীর সম্মানে কামালপুরে অবস্থিত রাষ্ট্রপতির বাড়িতে নৈশ ভোজের আয়োজন করেন রাষ্ট্রপতির বড় ছেলে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। নৈশ ভোজ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকার উদ্দেশে মিঠামইন ত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২০
এসআই 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।