ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বৈরুত বিস্ফোরণ: ২ বাংলাদেশি নিহত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, আগস্ট ৫, ২০২০
বৈরুত বিস্ফোরণ: ২ বাংলাদেশি নিহত বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে ৭৮ জন নিহত এবং ৪ হাজার জন আহত হয়েছেন।

ঢাকা: লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্য আহত হয়েছেন।

বুধবার (৫ আগস্ট) লেবাননের বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন- মেহেদী হাসান ও মিজানুর রহমান।

ওই কর্মকর্তা জানান, লেবাননের ভয়াবহ বিস্ফোরণে দুই বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজের ২১ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিস্ফোরণে আরও বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। তাদের বিষয়ে খোঁজ-খবর নিচ্ছে বাংলাদেশ দূতাবাস।

মঙ্গলবার (৪ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় মারাত্মক বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা বৈরুত।  এ ঘটনায় অন্তত ১০০ জন নিহত এবং ৪ হাজার জন আহত হয়েছেন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২০
টিআর/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।