ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনাকালেও বাল্যবিয়ের চেষ্টা, বন্ধ করলেন এসিল্যান্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, আগস্ট ৫, ২০২০
করোনাকালেও বাল্যবিয়ের চেষ্টা, বন্ধ করলেন এসিল্যান্ড প্রতীকী ছবি।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সদর উপজেলার বহুলী ইউনিয়নের কদমপাল গ্রামে করোনার মধ্যে আয়োজন করা বাল্যবিয়ে বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কনের বাবাকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) গভীর রাতে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ রহমত উল্লাহ এ জরিমানা করেন।

আদালত সূত্র জানায়, মঙ্গলবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে কদমপাল গ্রামের মুনজুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে বাল্যবিয়ে বন্ধ করা হয়। বাল্যবিয়ের শিকার 'কনে' স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী।  এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক কনের অভিভাবক মো. মুনজুর রহমানকে ৭ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ রহমত উল্লাহ বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ