ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নিকলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৮ ঘণ্টা, আগস্ট ৫, ২০২০
নিকলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু, আহত ৩ প্রতীকী ছবি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের নিকলীতে উপজেলায় পিকনিকের নৌকা বৈদ্যুতিক তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন যুবক।

 

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে উপজেলার বড়মাইপাড়া খালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই উপজেলার গুরুই পূর্বপাড়ার গোলাপ মিয়ার ছেলে অন্তর (২০) ও একই এলাকার আসিদ মিয়ার ছেলে মনির (১৮)। আহতরা হলেন- বুরহান, ঝুটন ও শফিকুল।  

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে গুরুই পূর্বপাড়ার কয়েকজন যুবক মিলে পিকনিকের উদ্দেশ্যে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে ঘুরতে বের হন। নৌকাটি বড়মাইপাড়া খাল দিয়ে যাওয়ার সময় বৈদ্যুতিক তার নিচু হওয়ায় নৌকাটি আটকে যাবার সম্ভাবনা দেখা দেয়। সে সময় নৌকায় থাকা যুবক মনির বৈদ্যুতিক তারটি আলগে ধরতেই সম্পূর্ণ নৌকা বিদ্যুতায়িত হয়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মনির ও অন্তরের মৃত্যু হয় এবং আহত হন ওই তিন যুবক। আহতরা বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।  

বাংলাদেশ সময়: ০৩১৫ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।