ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ঢামেকের ভাইরোলজি বিভাগের প্রধান করোনায় আক্রান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, আগস্ট ৪, ২০২০
ঢামেকের ভাইরোলজি বিভাগের প্রধান করোনায় আক্রান্ত ...

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ভাইরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সুলতানা শাহানা বানু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি বাসায় হোম আইসোলেশনে রয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে তিনি নিজেই করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি জানান।

অধ্যাপক ডা. সুলতানা শাহানা বানু জানান, গত ৩০ জুলাই তার করোনার পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তারপর থেকে তিনি বাসায় আইসোলেশনে রয়েছেন। এই নিয়ে তিনি তিনবার পরীক্ষা করিয়েছেন। এর আগের দুই রিপোর্টে নেগেটিভ এসেছে। এবার পজেটিভ এসেছে।

তিনি আরো জানান, ভাইরোলজি বিভাগের চিকিৎসক, টেকনোলজিস্টসহ অনেকেই আক্রান্ত হয়েছেন। প্রায় সবাই সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন।

ডা. সুলতানা তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২০
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।