ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে ব্যাটারি কারখানায় কার্টনের গুদামে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, আগস্ট ৪, ২০২০
গাজীপুরে ব্যাটারি কারখানায় কার্টনের গুদামে আগুন

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের জরুন এলাকায় একটি ব্যাটারি তৈরি কারখানায় কার্টনের গুদামে আগুন লেগেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কাশিমপুরের ডিবিএল ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. মিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, জরুন এলাকায় চায়না ব্যাটারি তৈরি কারখানায় কার্টনের গুদামে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। পরে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ওই গুদামের থাকা কার্টন পুড়ে গেছে। তবে আগুন লাগার সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২০
আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।