ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চারদিনের ব্যবধানে বাবা ও মেয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, আগস্ট ৪, ২০২০
চারদিনের ব্যবধানে বাবা ও মেয়ের মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের নিকলী উপজেলায় হাওরের পানিতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে জান্নাত আরা বাবুনী (০৬) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৪ আগস্ট) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পূর্বগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জান্নাত আরা বাবুনী উপজেলার পূর্বগ্রামের সর্দারহাটির মৃত মজিদ আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বাড়ির পাশে পাতিলাধর হাওরে বর্ষার জলে সাথীদের সঙ্গে জান্নাত আরা বাবুনী গোসল করতে যায়। এক পর্যায়ে বাবুনী পানিতে ডুবে তলিয়ে যায়। পরে খবর পেয়ে স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করে শিশুটিকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

৪ দিন আগে গত শুক্রবার (৩১ জুলাই) শিশুটির বাবা মজিদ আলী হঠাৎ মারা যান। ঈদের আগের দিন মজিদ আলীর আকস্মিক মৃত্যুতে পরিবারটিতে ঈদের আনন্দ বিষাদে পরিণত হয়।

বাবা মারা যাওয়ার মাত্র চারদিনের ব্যবধানে মঙ্গলবার (৪ আগস্ট) শিশুসন্তান জান্নাত আরা বাবুনীর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। মাত্র চারদিনের ব্যবধানে বাবা ও মেয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘন্টা, আগস্ট ০৪, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।