ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কালীগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, আগস্ট ৪, ২০২০
কালীগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু বজ্রপাতে মৃত্যু। ছবি: প্রতীকী

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাড়িপাড়া গ্রামে বজ্রপাতে জাহিদুল ইসলাম (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (০৪ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।

জাহিদুল ইসলাম ওই উপজেলার রাকড়া গ্রামের শফিয়ার রহমানের ছেলে।  

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহাফুজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার বিকেলে রাড়িপাড়া গ্রামে আমন রোপণের জন্য জাহিদুল পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছিলেন। ওই ক্ষেতের অন্য পাশে পাট কাটছিলেন তার বাবা। হঠাৎ আকাশে ঘন কালো মেঘ জমে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এতে গুরুতর আহত হন জাহিদুল। পরে তার বাবাসহ মাঠের লোকজন তাকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই মারা যান তিনি।  

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২০
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad