ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বগুড়ায় রক্তদহ বিলে নৌকাডুবে মা-ছেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, আগস্ট ৪, ২০২০
বগুড়ায় রক্তদহ বিলে নৌকাডুবে মা-ছেলের মৃত্যু

বগুড়া: বগুড়ার আদমদীঘির ঐতিহাসিক রক্তদহ বিল নৌকাডুবে মা ও ছেলের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- উপজেলায় সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের শহিদ হোসেনের স্ত্রী চাঁদনী বেগম (২৫) এবং তার শিশু সন্তান সাদ (৫)।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিলের কছিমনের দরগা এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার সান্দিড়া গ্রামের প্রায় ২০ জন নারী, পুরুষ ও শিশু নৌকা করে বিল পাড়ি দিয়ে করজবাড়ী গ্রামে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। নৌকাটি বিলের মাঝামাঝি স্থানে গেলে নৌকার পাটাতন (তলা) হঠাৎ ফেটে যায় এবং যাত্রীসহ বিলের পানিতে ডুবে যায়। এ সময় বেশির ভাগ যাত্রী সাঁতরে তীরে উঠলেও চাঁদনী বেগম এবং তার শিশু সন্তান সাদ বিলের পানিতে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে সান্তাহারের একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বাংলানিউজকে জানান, এ ঘটনায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয় এবং নৌকাডুবির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২০
কেইউএ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।