ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লালমনিরহাটে সতি নদীতে ডুবে নব-দম্পতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, আগস্ট ৪, ২০২০
লালমনিরহাটে সতি নদীতে ডুবে নব-দম্পতির মৃত্যু পানিতে ডুবে মৃত্যু। ছবি: প্রতীকী

লালমনিরহাট: লালমনিরহাটের রাজপুরে সতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে এক নব-দম্পতির মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (০৪ আগস্ট) বিকেলে সদর উপজেলার রাজপুর ইউনিয়নের জগতবেড় গ্রামের সতি নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহতরা হলেন- রংপুর শহরের কামাল কাছনা এলাকার মকবুল হোসেনের ছেলে আনোয়ারুল ইসলাম (২৫) ও তার নববধূ বৃষ্টি আক্তার (২০)।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, সদ্য বিবাহিত বৃষ্টি আক্তার তার স্বামী আনোয়ারুল ইসলামকে নিয়ে সোমবার (৩ আগস্ট)  রাজপুরে জগতবেড় গ্রামে মামা ফারুক হোসেনের বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে মামার বাড়ির পাশে সতি নদীতে গোসল করতে যান তারা। আনোয়ারুল ইসলাম নদীতে নামলেও পাড়ে দাঁড়িয়ে ছিলেন নববধূ বৃষ্টি আক্তার। একপর্যায়ে আনোয়ারুল পানিতে ডুবে গেলে চিৎকার দিয়ে স্বামীকে বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়ে ডুবে যান বৃষ্টিও।  

স্থানীয়রা নিখোঁজ দম্পতির সন্ধানে দীর্ঘক্ষণ চেষ্টা করে ব্যর্থ হন। পরে খবর পেয়ে পুলিশ এবং লালমনিরহাট ও কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথ অভিযানে দীর্ঘ ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।  

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ