ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শ্রীপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, আগস্ট ৪, ২০২০
শ্রীপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু বজ্রপাতে মৃত্যু। প্রতীকী ছবি

মাগুরা: মাগুরার শ্রীপুর উপজেলার আমবলসার ইউনিয়নের বালিয়াঘাটা গ্রামে বজ্রপাতে দশরত বিশ্বাস (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। দশরত বালিয়াঘাটা গ্রামের কৃষ্ণপদ বিশ্বাসের ছেলে।

মঙ্গলবার (০৪ আগস্ট) দুপুরে ফসলের মাঠে পাটের আঁশ ছাড়ানোর সময় এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতের ছোট ভাই বাসুদেব জানান, সকালে বড় ভাই পাটের আঁশ ছাড়াতে বিলের মাঠে যান। সকাল থেকে আকাশে প্রচণ্ড মেঘ ছিল, একপর্যায়ে বৃষ্টি শুরু হয়। এরই মধ্যে কোমর পানিতে দাঁড়িয়ে কাজ করছিলেন তিনি। এ সময় বজ্রপাত হলে গুরুতর আহত হন দশরত। পাশের জমিতে থাকা অন্য কৃষকরা তাকে উদ্ধার করে শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আহমেদ বলেন, বিষয়টি শুনেছি তবে এ ব্যাপারে থানায় কেউ অবহিত করেনি। অবহিত করলে একটি অপমৃত্যুর মামলা করা হবে।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।