ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মির্জাপুরে বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, আগস্ট ৩, ২০২০
মির্জাপুরে বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু প্রতীকী ছবি

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে বন্যার পানিতে ডুবে নওশাদ রহমান (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।  সোমবার (৩ আগস্ট) বিকেলে উপজেলার পোস্টকামুরি গ্রামের চরপাড়ায় এ ঘটনা ঘটে।



নওশাদ ওই গ্রামের মো. হারুন-অর-রশিদ পান্নার ছেলে ও মির্জাপুর সরকারি সদয় কৃষ্ণ মডেল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

মির্জাপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমিরুল কাদের লাবন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পোস্টকামুরি চড়পাড়ায় কিছু অংশ বন্যার পানিতে তলিয়ে গেছে। বিকেলে নওশাদ তার মায়ের সঙ্গে ওই মহাসড়ক দিয়ে যাচ্ছিল। এসময় মহাসড়কের উপর দিয়ে প্রবাহিত বন্যার পানির প্রবল স্রোতের মধ্যে মায়ের অগোচরে নওশাদ তলিয়ে যায়।  টের পেয়ে স্থানীয়দের মাধ্যমে অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে মির্জাপুর ও টাঙ্গাইলের ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সদস্যরা বিকেল সারে ৪টার দিকে পোস্টকামুরি মহাসড়কের প্রায় ১৫০ ফুট দূর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।  

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।