ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

না’গঞ্জে অনুমতি নেই তবুও খুলেছে পার্ক!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, আগস্ট ৩, ২০২০
না’গঞ্জে অনুমতি নেই তবুও খুলেছে পার্ক!

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে করোনা সংক্রমণের কারণে স্কুল ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকার কথা থাকলেও খুলেছে শহরের চৌরঙ্গী পার্ক। প্রশাসনকে অবহিত না করেই পার্ক খুলে সেখানে দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

চালানো হচ্ছে রাইডও।

ঈদের তৃতীয় দিন সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, পার্কটি খোলা এবং সেখানে যেকেউ টিকেট কিনে অবাধে প্রবেশ করতে পারছেন। এ ব্যাপারে কথা বলতে চাইলে পার্কের কাউন্টারে থাকা কেউ কোনো কথা বলেননি, নিজেদের পরিচয়ও দেননি। শুধু বলেছেন, ডিসি সাহেবের অনুমতি নিয়েই আমরা পার্কটি খুলেছি।

সর্বশেষ রাত ৮টার দিকেও এ রিপোর্ট লেখা পর্যন্ত পার্কটি খোলা ছিল।

এদিকে পার্কের মালিক সাত্তারের সঙ্গে কথা বলার জন্য মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কলটি রিভিল করেননি।  

দর্শনার্থী আরিফ, পিংকি, সজল, রায়হান, কবিতাসহ কয়েকজনের সঙ্গে কথা বলতে চাইলে তারা জানান, পার্ক খোলা তাই প্রবেশ করছি। বন্ধ থাকার কথা কিংবা খোলার কথা না এসব জানা নেই তাদের।

এ ব্যাপারে সদর মডেল থানার পরিদর্শক আব্দুল হাই জানান, আমাদের কাছে এরকম তথ্য নেই যে পার্ক খোলা। পার্ক খোলা বন্ধের অনুমতি দেয় ডিসি। আমার জানামতে এবার পার্ক খোলার কোনো অনুমতি নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা জানান, পার্ক খোলার কোনো অনুমতি এবার আমরা দেইনি। পার্ক খুলে থাকলে এ ব্যাপারে খোঁজ নিয়ে দেখা হবে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) জসিম উদ্দিন জানান, জেলায় পার্ক খোলার কোনো অনুমতি দেওয়া হয়নি। কেউ পার্ক খুলে থাকলে এ ব্যাপারে পদক্ষেপ নেবে পুলিশ।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ জানান, আমার জানামতে পার্ক খোলার কোনো অনুমতি দেওয়া হয়নি। অনুমতি তো দেয় জেলা প্রশাসন। বাকিটা তারা বলতে পারবে। তবে আমাদের সুপারিশ ছিল বন্ধ রাখার।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।