ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জলঢাকায় ‘আল্লাহ দল’র এক সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, আগস্ট ৩, ২০২০
জলঢাকায় ‘আল্লাহ দল’র এক সদস্য গ্রেফতার প্রতীকী ছবি

নীলফামারী: নীলফামারীর জলঢাকা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহ দল’র সক্রিয় সদস্য নূরন্নবীকে (২০) গ্রেফতার করেছে ডিবি পুলিশ।  

সোমবার (৩ আগস্ট) ভোরে উপজেলার বগুলাগাড়ি বারঘড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।  

নূরন্নবী ওই উপজেলার কৈমারী ইউনিয়নের গাবরোল বালাপাড়া গ্রামের মাকসুদার রহমানের ছেলে।

পুলিশ জানায়, নাশকতার পরিকল্পনায় চলতি বছরের গত ১১ মার্চ রাতে জলঢাকা পৌর শহরের বগুলাগাড়ি বারঘড়িয়া গ্রামের জনৈক মিলনের বাড়িতে জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’র সক্রিয় সদস্যরা সংগঠিত হয়। সেদিন ওই বাড়িতে অভিযান চালিয়ে  ‘আল্লাহর দল’র রংপুর বিভাগীয় তত্ত্বাবধায়ক সাইফুল আলম ও নীলফামারী জেলার নায়েব জিকরুল হককে গ্রেফতার করা হয়। এসময় পালিয়ে যায় সদস্য নূরন্নবী (২০), মিলন (২৫) ও জলঢাকা উপজেলার নায়েব জাকির হোসেনসহ অন্যরা।  

এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে জলঢাকা থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করেন জলঢাকা থানার উপ-পরিদর্শক নিশার আলী তিতুমীর।

নীলফামারী ডিবি পুলিশের পরিদর্শক কেএম আজমিরুজ্জামান বলেন, মামলা দায়েরর পর থেকে আসামিদের গ্রেফতারে থানা ও ডিবি পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে আসছে। ভোরে মামলার ৪ নম্বর আসামি নূরন্নবীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। বিকেলে তাকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, পলাতক অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।