ঢাকা, শনিবার, ১৬ চৈত্র ১৪৩০, ৩০ মার্চ ২০২৪, ১৯ রমজান ১৪৪৫

জাতীয়

কিশোরগঞ্জে হতদরিদ্র নারীদের মধ্যে শাড়ি বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, আগস্ট ৩, ২০২০
কিশোরগঞ্জে হতদরিদ্র নারীদের মধ্যে শাড়ি বিতরণ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওরের অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলার ২৪টি ইউনিয়নের হতদরিদ্র নারীদের মধ্যে শাড়ি বিতরণ করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক।

সোমবার (০৩ আগস্ট) দুপুরে ইটনা উপজেলার নয়টি ইউনিয়নের হতদরিদ্র নারীদের মধ্যে ১৫৭৫টি শাড়ি উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীদের হাতে তুলে দেওয়া হয়।

পরে নেতাকর্মীরা ইউনিয়ন ও ওয়ার্ডের হতদরিদ্র নারীদের হাতে এসব শাড়ি তুলে দেন।

এসময় রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি বলেন, অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলার ২৪টি ইউনিয়নে ৪২০০টি শাড়ি বিতরণ করা শুরু হয়েছে। সোমবার (০৩ আগস্ট) ইটনা উপজেলা থেকে এসব শাড়ি বিতরণ শুরু করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন, সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন খসরু ঠাকুর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।