ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

কয়রায় তিনজনকে জেল-জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, আগস্ট ৩, ২০২০
কয়রায় তিনজনকে জেল-জরিমানা

খুলনা: খুলনার কয়রা উপজেলায় সরকারি কাজে বাঁধা ও বিশ প্রয়োগ করে মাছ ধরার অপরাধে তিনজনকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

তারা হলেন- ছাদ্দাম হোসেন (২৯), আব্দুল হালিম (৩৫) ও মো. জালাল উদ্দীন।

সোমবার (৩ আগস্ট) পৃথক পৃথক সময়ে কয়রার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুর-ই-আলম সিদ্দিকী জেল-জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি কাজে বাঁধা দেওয়ায় দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারায় ছাদ্দাম হোসেন, আব্দুল হালিমকে সাতদিনের জেল এবং বিশ প্রয়োগ করে মাছ ধরার অপরাধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৩ ‘গ’ শাস্তি ৫ এর ১ ধারায় মো. জালাল উদ্দীনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২০
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।