ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কালিহাতীতে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, আগস্ট ৩, ২০২০
কালিহাতীতে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু প্রতীকী

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে বন্যার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।  সোমবার (৩ আগস্ট) দুপুরের দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের গিলাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

 

মৃত শিশুরা হলো- ওই গ্রামের লাভলু মিয়ার মেয়ে খুশি (৪) ও মগড়া গ্রামের সিদ্দিকের ছেলে আবির (৩)। তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই-বোন।

স্থানীয়রা জানান, সকালে পরিবারের সঙ্গে গিলাবাড়ী তার নানার বাড়িতে বেড়াতে আসে আবির। দুপুরের দিকে সে তার মামাতো বোন খুশির সঙ্গে বাড়ির সামনে খেলা করছিল। এক পর্যায়ে সবার অজান্তে বাড়ির সামনে বন্যার পানিতে পড়ে আবির ও খুশি ডুবে যায়। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।

নারান্দিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শুকুর মাহমুদ ওই দুই শিশুর মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।