ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

জাতীয়

নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, আগস্ট ৩, ২০২০
নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু প্রতীকী ছবি

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সানাউল্লাহ বিশ্বাস (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

তিনি উপজেলার শাঁখারিকাঠী ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের কবির বিশ্বাসের ছেলে ও উপজেলার নাজিরপুরে ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।

 

সোমবার (৩ জুলাই) সকাল ১০টায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।  

নিহতের চাচা কামাল বিশ্বাস বাংলানিউজকে জানান, সোমবার সকাল ১০টার দিকে আমরা কয়েকজন বাড়ির পুকুরে মাছ ধরতে ছিলাম। এ সময় ভাইপো সানাউল্লাহ তাদের নিজ ঘরের খাটের উপর বসে তার মোবাইল ফোনে চার্জ দিতে যায়। তখন মোবাইলের চার্জার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মাটিতে পড়ে যায়। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাক্তার সব্যসাচী মজুমদার বাংলানিউজকে জানান, ওই কলেজছাত্রকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।