ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গোপালগঞ্জে অবৈধ কারেন্ট জাল ধ্বংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, আগস্ট ৩, ২০২০
গোপালগঞ্জে অবৈধ কারেন্ট জাল ধ্বংস প্রতীকী ছবি

গোপালগঞ্জ: গোপালগঞ্জে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার অবৈধ কারেন্ট জাল ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (০৩ আগস্ট) দুপুরে কাশিয়ানী উপজেলার রামদিয়া বাজারে অভিযানে এসব কারেন্ট জাল জব্দ করেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাব্বির আহমেদ।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ জানান, কাশিয়ানী উপজেলার রামদিয়া বাজারে অবৈধ কারেন্ট জালের হাট বসেছে এমন সংবাদে অভিযান চালানো হয়। অভিযান শুরু হলে অনেকে ভয়ে দৌঁড়ে পালিয়ে যায়। পরে লক্ষাধিক টাকার জাল জব্দ করে তা ধ্বংস করা হয়।  

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।