ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কেশবপুরে মাদক ব্যবসায়ীদের মধ্যে গুলি বিনিময়, যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, আগস্ট ৩, ২০২০
কেশবপুরে মাদক ব্যবসায়ীদের মধ্যে গুলি বিনিময়, যুবক নিহত প্রতীকী ছবি

যশোর: যশোরের কেশবপুরে মাদক ব্যবসায়ীদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনায় মনিরুজ্জামান (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার দোরমুটিয়া গ্রামের একটি ইটভাটা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মনিরুজ্জামান দোরমুটিয়া গ্রামের জামাল উদ্দিন ওরফে মধুর ছেলে।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বাংলানিউজকে জানান, দুই দল মাদক বিক্রেতার মধ্যে টাকা ও মাদক ভাগাভাগি কেন্দ্র করে গুলি বিনিময়ের সময় মনিরুজ্জামান নিহত হন। খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থল থেকে পুলিশ তার মরদেহসহ একটি শাটারগান, দু’রাউন্ড গুলি ও এক কেজি গাঁজা উদ্ধার করে।

তিনি জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এছাড়া, মনিরুজ্জামানের বিরুদ্ধে কেশবপুর থানায় ১৫টি মাদক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, জুলাই ০৩, ২০২০
ইউজি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।