ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সন্তানকে বাঁচাতে গিয়ে বন্যার পানিতে প্রাণ গেলো মায়ের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, আগস্ট ৩, ২০২০
সন্তানকে বাঁচাতে গিয়ে বন্যার পানিতে প্রাণ গেলো মায়ের প্রতীকী ছবি

রাজশাহী: আত্মীয়র বাড়ি বেড়াতে এসে কোলের সন্তানকে বাঁচাতে গিয়ে বন্যার পানিতে পড়ে মারা গেছেন মা আকলিমা বেগম (২৮)।

সোমবার (৩ আগস্ট) সকালে রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের কোনাবাড়িয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃত গৃহবধূ সিরাজগঞ্জ সদর উপজেলার ছনগাছা গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী। তিনি দুই শিশু সন্তান নিয়ে বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের কোনাবাড়িয়া গ্রামের আব্দুল হান্নানের বাড়ি বেড়াতে গিয়েছিলেন।

হান্নানের বাড়ির আশপাশে বন্যার পানি থাকায় নৌকায় চলাচল করতে হয়। সোমবার সকালে বেড়াতে যাওয়া হাফিজুলের স্ত্রী আকলিমা বেগম (২৮) অনেকটা শখের বসেই তার তিন বছরের শিশু সন্তানকে নিয়ে নৌকায় ওঠেন। নৌকায় ছিল হান্নানের ১০ বছরের বাকপ্রতিবন্ধী ছেলে। সে নৌকা চালাচ্ছিল। এক পর্যায়ে নৌকা থেকে গড়িয়ে আকলিমার শিশু সন্তান পানিতে পড়ে যাওয়ার উপক্রম হয়। তাকে বাঁচাতে গিয়ে আকলিমা নৌকা থেকে পানিতে পড়ে তলিয়ে যান।

পরে স্থানীয়রা তাকে পানি থেকে তুলে চিকিৎসকের কাছে নিয়ে যান। কিন্তু চিকিৎসক জানান, অনেক আগেই তার মৃত্যু হয়েছে। পরে তার মরদেহ ওই বাড়িতে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার মরদেহ সিরাজগঞ্জে নেওয়ার প্রস্তুতি চলছে।

বাগমারার যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক তৌহিদুর রহমান জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জুলাই ০৩, ২০২০
এসএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।