ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঈদ ফেরত যানবাহনের চাপ বাড়ছে ঢাকা-আরিচা মহাসড়কে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, আগস্ট ৩, ২০২০
ঈদ ফেরত যানবাহনের চাপ বাড়ছে ঢাকা-আরিচা মহাসড়কে ঈদে কর্মস্থলে ফিরছে মানুষ। ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: সকাল থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঈদ ফেরত যাত্রীবাহী পরিবহন ও প্রাইভেটকারের চাপ বাড়ছে ঢাকা-আরিচা মহাসড়কে।  

সোমবার (৩ আগস্ট) দুপুর ১২টার দিকে যানবাহনের চাপ দেখা যায় ঢাকা আরিচা মহাসড়কে।

ঢাকা ফেরত যানবাহনগুলো যেন মহাসড়কে যানজটের সৃষ্টি করতে না পারে সেজন্য প্রতিটি বাসস্ট্যান্ডে পুলিশ মোতায়েন করা হয়েছে।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, সকাল থেকেই ঢাকা-আরিচা মহাসড়কে ঈদ ফেরত যানবাহনের চাপ বাড়ছে কারণ অনেক অফিস খুলে গেছে। যানবাহনগুলো দ্রুতগতিতে চলাচলের কারণে গত রাত থেকে এ পর্যন্ত দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। তবে মানিকগঞ্জ সীমানায় যে দুর্ঘটনাটি ঘটে সেখানে কেউ মারা না গেলেও ঢাকার ধামরাইয়ের বাথুলীতে সড়ক দুর্ঘটনায় তিন জন মারা গেছে এবং কয়েকজন আহত হয়েছে।  

এছাড়া মহাসড়কে যানজট নিরসনের জন্য বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।