ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ঈদের ছুটি শেষ, খুলে যাচ্ছে অফিস-আদালত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৯ ঘণ্টা, আগস্ট ৩, ২০২০
ঈদের ছুটি শেষ, খুলে যাচ্ছে অফিস-আদালত ফাইল ছবি

ঢাকা: ঈদুল আজহার ছুটি শেষে অফিস-আদালত খুলছে সোমবার। তিনদিনের ছুটি শেষে এদিন কাজে যোগ দেবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

সরকারি অফিসগুলোর পাশাপাশি সোমবার (০৩ আগস্ট) থেকে খুলছে ব্যাংকবিমা ও শেয়ারবাজার।

গত শুক্রবার থেকে তিনদিনের ঈদের ছুটি শুরু হয়। গত শনিবার দেশের মুসলিম সম্প্রদায় পালন করে ঈদুল আজহা। রোববার ছিল তিনদিনের ছুটির শেষ দিন।

অফিস-আদালত খোলার প্রথম দিনে বরাবরের মতো কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি থাকবে কম। কারণ, অনেকেই সাধারণ ছুটির সঙ্গে অতিরিক্ত ছুটি নিয়েছেন। তারা যোগ দেবেন আরও ক’দিন পর।

অফিসপাড়ার প্রথম দিন চলবে শুধুই আনুষ্ঠানিকতা আর ঈদের শুভেচ্ছা বিনিময়। একইভাবে ব্যাংকপাড়ায় জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনও খুব একটা হবে না।

বাংলাদেশ সময়: ০৬৪৩ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২০
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।