ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাবেক মেজর সিনহা নিহত: পুলিশের ১৬ সদস্য প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, আগস্ট ২, ২০২০
সাবেক মেজর সিনহা নিহত: পুলিশের ১৬ সদস্য প্রত্যাহার

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা মো. রাশেদ খান (বিএ-৬৯৩১) নিহত হওয়ার ঘটনায় বাহারছড়া তদন্ত কেন্দ্রের আইসি পুলিশ পরিদর্শক লিয়াকতসহ ১৬ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

বাকি ১৫ জনের মধ্যে একজন উপপরিদর্শক, একজন সহকারী পরিদর্শক ও ১৩ জন কনস্টেবল রয়েছেন।

রোববার (২ আগস্ট) বিকেলে তাদের কক্সবাজার পুলিশ লাইনে নিয়ে আসা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের এক কর্মকর্তা বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

এর আগে এ ঘটনায় তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে স্বরাস্ট্র মন্ত্রণালয়। শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট মো. শাজাহান আলীকে আহ্বায়ক এবং কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন, ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডারের এক প্রতিনিধিকে সদস্য করে এ কমিটি গঠন করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব শাহে এলিদ মাইনুল আমিন স্বাক্ষরিত নির্দেশনায় তিন সদস্যের এ কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মন্ত্রণালয়ের চিঠিতে আরও বলা হয়, এ কমিটি ঘটনার বিষয়ে সরেজমিনে তদন্ত করে ঘটনার কারণ, উৎস অনুসন্ধান করবে। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে করণীয়সহ সার্বিক বিষয় বিশ্লেষণপূর্বক সুস্পষ্ট মতামত জানাবে।

পুলিশের ভাষ্য, শুক্রবার (৩১ জুলাই) রাত ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফের বাহারছড়া শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে সিনহা রাশেদ খান নিহত হন।

জেলা পু‌লিশ জা‌নি‌য়ে‌ছে, এদিন সাবেক ওই সেনা কর্মকর্তা ব্যক্তিগত গা‌ড়ি‌তে ক‌রে অপর এক স‌ঙ্গীসহ টেকনাফ থে‌কে কক্সবাজার যাচ্ছি‌লেন। মে‌রিন ড্রাইভ সড়‌কের বাহারছড়া চেক‌পো‌স্টে পু‌লিশ গা‌ড়ি‌টি থা‌মি‌য়ে তল্লাশি কর‌তে চাইলে সেনা কর্মকর্তা বাধা দেন। এ নি‌য়ে তর্ক-বিত‌র্কের একপর্যা‌য়ে সেনা কর্মকর্তা তার কা‌ছে থাকা পিস্তল বের কর‌লে পুলিশ গু‌লি চালায়। এতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান গুরুতর আহত হন। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতা‌লে নি‌য়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা ক‌রেন। শ‌নিবার সকা‌লে নিহ‌তের ময়নাতদন্ত সম্পন্ন হ‌য়ে‌ছে।

** টেকনাফে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা সিনহা হত্যার ঘটনায় তদন্ত কমিটি

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, আগস্ট ০২, ২০২০
এসবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।