ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম করোনায় আক্রান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৫৪, আগস্ট ২, ২০২০
চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম করোনায় আক্রান্ত চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম

চুয়াডাঙ্গা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম। শনিবার (১ আগস্ট) রাতে কুষ্টিয়া পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে।

 

চুয়াডাঙ্গার সিভিল সার্জন এএসএম মারুফ হাসান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, করোনার কিছু উপসর্গ দেখা দেওয়ায় চারদিন আগে পুলিশ সুপার জাহিদুল ইসলাম নমুনা দেন। শনিবার কুষ্টিয়া পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। তবে এখন পর্যন্ত তিনি শারীরিকভাবে দুর্বলতা অনুভব  করছেন না।  

এ ব্যাপারে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক বাংলানিউজকে জানান, কয়েকদিন আগে থেকেই পুলিশ সুপার জাহিদুল ইসলামের মধ্যে করোনার কিছু উপসর্গ লক্ষ্য করা যায়। নমুনা দেওয়ার পর থেকে তিনি সরকারি বাসভবনেই হোম কোয়ারেন্টিনে ছিলেন। এখন সেখানেই আইসোলেশনে রয়েছেন।  

বাংলাদেশ সময়: ০৩৫৩ ঘণ্টা, আগস্ট ০২, ২০২০
জিএ/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।