ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

মাগুরায় শিশুদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২০, আগস্ট ১, ২০২০
মাগুরায় শিশুদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ মাগুরায় শিশুদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ। ছবি: বাংলানিউজ

মাগুরা: মাগুরায় ঈদুল আজহা উপলক্ষে ছিন্নমূল শিশুদের মধ্যে উন্নতমানের খাবার বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার (১ আগস্ট) দুপুরে শহরের পিটিআই স্কুল মাঠে ৫৫ পদাতিক লেফটেনেন্ট কর্নেল আতিফ সিদ্দিকীসহ স্থানীয় পৌর কাউন্সিলর মকবুল হাসান মাকুলদের তাদের সঙ্গে পাটিতে বসে খাবার গ্রহন করেন।

এসময় সেনা কমকর্তা আতিফ বাংলানিউজকে জানান, করোনার এই মহামারিতে প্রথম থেকে মাগুরায় বিভিন্ন কর্মকান্ডের সঙ্গে নিয়োজিত আছি। বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে জিওসি ৫৫ পদাতিক ডিভিশনের নিদের্শনায় দুস্থ অসহায় শিশুদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ আনন্দের সঙ্গে মুজিব শতবর্ষ উপলক্ষে ছোট শিশুদের  ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য তাদের উপহার সামগ্রী দিয়েছি।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, আগস্ট ০১, ২০২০
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।