কুড়িগ্রাম: ঈদের দিনে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা এলাকায় বন্যার পানিতে ডুবে বায়েজিদ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বায়েজিদ ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
শনিবার (০১ আগষ্ট) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার বল্লভের খাষ ইউনিয়নের ডাক্তার পাড়া গ্রামের বন্যার পানিতে প্লাবিত ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
স্থানীয় সুত্রে জানা যায়, দুপুরে বাড়িতে খেলতে খেলতে পরিবারের সকলের অগোচরে এক পর্যায়ে পার্শ্ববর্তী বন্যার পানিতে প্লাবিত গর্তে পড়ে ডুবে যায় শিশুটি। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুজি করে বাড়ির পাশের বন্যার পানিতে প্লাবিত গর্ত থেকে তার মরদেহ উদ্ধার করে।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর-রশীদ পানিতে ডুবে বায়েজিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, আগস্ট ০১, ২০২০
ইউবি