ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

টাঙ্গাইলে মাইক্রোবাসে আগুন, আহত তিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫০, আগস্ট ১, ২০২০
টাঙ্গাইলে মাইক্রোবাসে আগুন, আহত তিন মাইক্রোবাসের আগুন নেভাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা। ছবি: বাংলানিউজ

টাঙ্গাইল: টাঙ্গাইলে মাইক্রোবাসের ধাক্কায় অপর একটি মাইক্রোবাসে  আগুন লেগে সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় তিন জন আহত হয়েছেন।

 

শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সদর উপজেলার ধরুন এলাকায় এ ঘটনা ঘটে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, উত্তরবঙ্গ থেকে যাত্রীবাহী একটি মাইক্রোবাস (কুমিল্লা-চ-১১-০০৬৫) ঢাকা যাওয়ার পথে মহাসড়কের ধরুন নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসকে (ঢাকা মেট্রো-চ-১৫-৫৯৪০) ধাক্কা দেয়। এসময় পেছনের মাইক্রোবাসটিতে আগুন লেগে যায় এবং দাঁড়িয়ে থাকা মাইক্রোবাস খাদে পড়ে যায়।  

পরে খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় খাদে পড়ে যাওয়া মাইক্রোবাসের আহত তিন জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, আগস্ট ০১, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।