ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০২০
হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী ডা. জাফরুল্লাহ চৌধুরী

ঢাকা: করোনা ভাইরাস থেকে মুক্ত হয়ে ফুসফুসের সংক্রমণজনিত কারণে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন থাকার পর গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাসায় ফিরলেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়।

  

‘ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার আপডেট’ শিরোনামে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফীর বরাত দিয়ে বলা হয়, ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি হয়েছে। চিকিৎসকরা বৃহস্পতিবার তাকে বাসায় ফেরার ছাড়পত্র দিয়েছেন। তিনি হাসপাতাল ছেড়ে বাসায় চলে গেছেন। যদিও তার শারীরিক দুর্বলতা এখনো পুরোপুরি কাটেনি, তবে তিনি স্বাভাবিক খাওয়া-দাওয়া ও চলাফেরা করতে পারছেন। তিনি বাসা থেকেই চিকিৎসকের ফলোআপে থাকবেন।

ডা. জাফরুল্লাহ্ চৌধুরীর সুস্থতার জন্য দেশবাসীর দোয়া প্রার্থনা করা হয়।

গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর করোনা ভাইরাস থেকে মুক্ত হলেও তার ফুসফুসে সংক্রমণ দেখা দেয়। ডা. জাফরুল্লাহ চৌধুরী তার নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালের অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফী এবং অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।

বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০২০
আরকেআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।