ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিংড়ায় ক্লোজার বাঁধ অপসারণের দাবিতে মানববন্ধন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, জুলাই ২৯, ২০২০
সিংড়ায় ক্লোজার বাঁধ অপসারণের দাবিতে মানববন্ধন  মানববন্ধন। ছবি: বাংলানিউজ

নাটোর: ফসলি জমি, মাছ ও বাড়িঘর রক্ষায় নাটোরের সিংড়া উপজেলার ক্লোজার বাঁধ অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।  

বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টার সময় উপজেলার শিববাড়ি বাজারে এ মানববন্ধনে অংশ নেয় শত শত কৃষকসহ সর্বস্তরের মানুষ।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন- স্থানীয় কৃষক মো. মতলেবুর রহমান, সাবেক ইউপি সদস্য রনজু আলী মৃধা, আব্দুল জলিল, মোহাম্মাদ আলী মানিক, ব্যবসায়ী রুস্তম আলী, যুবলীগ নেতা এসএম রিপন, সাগর আলী, ছাত্রলীগ নেতা রওনক হাসান হারুন প্রমুখ।  

বক্তারা জানান, তেমুখ নওগাঁ বাজার সংলগ্ন রবীন্দ্রনাথের স্মৃতি বিজরিত নাগর নদীর মোহনায় অবৈধভাবে ক্লোজার বাঁধ দেওয়ায় প্রতিবছর আগাম বন্যা দেখা দেয়। বন্যায় নদীপারের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আবাদী জমির ফসল ডুবে যাচ্ছে। এতে করে প্রতিবছরই এখানকার কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এছাড়া শত শত পুকুর ভেসে যায়, বারবার ক্ষতিগ্রস্ত হন মৎস্য চাষিরা। এজন্য তারা অবৈধ ক্লোজার বাঁধ দ্রুত অপসারণের জন্য প্রধানমন্ত্রী,
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।