ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বন্যা দুর্গতদের মধ্যে নওপাজেকো’র ত্রাণ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০২০
বন্যা দুর্গতদের মধ্যে নওপাজেকো’র ত্রাণ বিতরণ বন্যা দুর্গতদের মধ্যে নওপাজেকো’র ত্রাণ বিতরণ, বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বন্যা দুর্গত ৭শ’ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (নওপাজেকো)।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে জেলা প্রশাসক ড. ফারুক আহমেদের কাছে এসব ত্রাণ সহায়তা হস্তান্তর করেন সরকারী মালিকানাধীন বিদ্যুৎ কোম্পানি নওপাজেকো’র প্রধান প্রকৌশলী মো. হারুন-অর রশিদ।


এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ফিরোজ মাহমুদ, নওপাজেকো’র সুপারিন্টেন্ডেন্ট প্রকৌশলী শফিকুল ইসলাম, আসাদ হালিম, নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান ও ম্যানেজার (প্রশাসন) মাসুদুল কবির উপস্থিত ছিলেন।

নওপাজেকো’র প্রধান প্রকৌশলী মো. হারুন অর রশিদ বলেন, জেলার বন্যা দুর্গত ৭০০ পরিবারকে আমরা ত্রাণ সহায়তা দিচ্ছি। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, চিড়া, সেমাই, তেল, গুড়, সাবান ও স্যালাইনসহ ১৩ ধরনের পণ্য। সকালে সদর উপজেলার পাঁচ ঠাকুরী এলাকায় ভাঙন কবলিতদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার আরও দু’টি এলাকায় ত্রাণ বিতরণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, জুলাই ২৮, ২০২০
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।