ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফরিদপুর শহররক্ষা বাঁধে ফের ধস, শহরে পানি ঢোকার আশঙ্কা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
ফরিদপুর শহররক্ষা বাঁধে ফের ধস, শহরে পানি ঢোকার আশঙ্কা শহররক্ষা বাঁধে ধস। ছবি: বাংলানিউজ

ফরিদপুর: ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের সাদীপুর এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ আবারো ধসে গেছে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে বাঁধের ৪৫ মিটার অংশ ধসে যাওয়ায় শহরে পানি ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে।

এর আগে শনিবার ওই স্থানে ৮০ মিটার বাঁধ ধসে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, বিকেলে বাঁধের ওই অংশে ফাটল দেখা দিলে বাঁধ রক্ষায় পানি উন্নয়ন বোর্ড বালুর বস্তা ফেলে নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু পানির চাপ বেশি থাকায় তা ভেঙে যায়।

পানির তোড়ে বাঁধের প্রায় ৪৫ মিটার অংশ ধসে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ। প্রচণ্ড চাপ থাকায় এ মুহূর্তে কাজও করা যাচ্ছে না। চাপ কমলে বাঁধ মেরামতের কাজ আবার শুরু হবে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।