ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টাঙ্গাইলে পানিবন্দি সাড়ে ৫ লাখ মানুষ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, জুলাই ২৬, ২০২০
টাঙ্গাইলে পানিবন্দি সাড়ে ৫ লাখ মানুষ  ভেঙে গেছে ব্রিজের এ্যাপ্রোচ সড়ক। ছবি: বাংলানিউজ

টাঙ্গাইল:  টাঙ্গাইলে দিন দিন বন্যা পরিস্থিতি আরো অবনতি হচ্ছে। যমুনা ও ধলেশ্বরীসহ বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার ১১টি উপজেলার নিম্নাঞ্চল বন্যা কবলিত হয়ে পড়েছে।

ফলে এসব উপজেলার প্রায় সাড়ে ৫ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।  

বন্যার পানির স্রোতে নতুন নতুন রাস্তা-ঘাট ও ব্রিজ এবং ব্রিজের এপ্রোচ সড়ক দেবে যাচ্ছে। বন্যা দুর্ঘত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট।

রোববার (২৬ জুলাই) সকালে বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় প্রবল স্রোতে সদর উপজেলার গালা ইউনিয়নের বড়বাসালিয়া এলাকায় লৌহজং নদীর উপর নির্মিত ব্রিজটির এপ্রোচ সড়ক ধসে গিয়ে টাঙ্গাইল শহরের সঙ্গে কয়েকটি ইউনিয়নের সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ইউনিয়নবাসী।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।