ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় কালনী এক্সপ্রেস ট্রেনে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০২০
ব্রাহ্মণবাড়িয়ায় কালনী এক্সপ্রেস ট্রেনে আগুন ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া: যাত্রী নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (২৫ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর স্টেশন ছাড়ার পর দুই বগির মাঝখানে আগুন লাগে।

তবে এ ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আজম বাংলানিউজকে জানান, চলন্ত অবস্থায় জেনারেটর লাইনের দুই বগির মাঝখানে আগুন লাগে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেনে থাকা সিলিন্ডার দিয়ে তাৎক্ষণিক আগুন নিভানো হয়। চেইন ট্রেনে ট্রেন থামিয়ে দেওয়া হয়। আগুন বড় আকার ধারণ করার আগেই সবাই মিলে নিভিয়ে ফেলতে সক্ষম হয়।  

তিনি আরো জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো বৈদ্যুতিক তারগুলোতে ‘স্পার্কি’ হচ্ছে। যে কারণে আখাউড়ার আজমপুর স্টেশনে গিয়ে মেরামত কাজ করা হবে।  

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, জুলাই ২৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad