ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে অপর বন্ধু খুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৩, জুলাই ১৮, ২০২০
খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে অপর বন্ধু খুন খুন

খুলনা: গাঁজা সেবন নিয়ে বিরোধের জের ধরে রূপসায় বন্ধুর ছুরিকাঘাতে সুমন শেখ (২৫) নামে অপর বন্ধু খুন হয়েছে। শনিবার (১৮ জুলাই) রাত  ৮টার দিকে নৈহাটী মোড়ে এ ঘটনা ঘটে। 

নিহত সুমন নৈহাটী গ্রামের আবজাল হোসেন শেখের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত একমাস পূর্বে গাঁজা সেবন নিয়ে সুমন ও মাহমুদুলের (২২) সঙ্গে কাটাকাটি ও হাতাহাতি হয়।

ওই ঘটনার জের ধরে আজ রাত ৮টা ৪০ মিনিটে নৈহাটী মোড়ের বসিরের দোকানের সামনে তারা আবারো বিবাদে জড়িয়ে পড়ে।  

এক পর্যায়ে মাহমুদুল উত্তেজিত হয়ে সুমনের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে সুমন মারাত্মকভাবে আহত হয়। খবর পেয়ে পরিবারের লোকজন স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত জখম অবস্থায় সুমনকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত সুমনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।


বাংলাদেশ সময়: ২২৪৩ ঘণ্টা, ১৮ জুলাই, ২০২০
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।