ঢাকা, বৃহস্পতিবার, ৪ আশ্বিন ১৪৩১, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ঘুড়ি ওড়াতে গিয়ে প্রাণ গেল যুবকের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০২০
রাজশাহীতে ঘুড়ি ওড়াতে গিয়ে প্রাণ গেল যুবকের প্রতীকী

রাজশাহী: রাজশাহীতে ঘুড়ি ওড়াতে গিয়ে চারতলার ছাদ থেকে পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে রাজশাহী মহানগরীর ষষ্ঠীতলা এলাকায় এ অপমৃত্যুর ঘটনা ঘটে।

নিহত পলক (২২) ষষ্ঠীতলা এলাকার টুটুলের ছেলে।

বাড়ি ছাদ থেকে পড়ে যাওয়ার পর পলককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, জুলাই ১৭, ২০২০
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।