ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মানিকগঞ্জে যমুনার পানি বিপৎসীমার উপরে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
মানিকগঞ্জে যমুনার পানি বিপৎসীমার উপরে

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা পয়েন্টের যমুনা নদীর পানি বিপৎসীমার ৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে শিবালয়, দৌলতপুর এবং ঘিওরের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করছে এবং নতুন করে জনবসতি প্লাবিত হচ্ছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন গ্রেজ রিডার মো. ফারুক আহাম্মেদ।

তিনি আরো বলেন, যমুনা নদীর আরিচা পয়েন্টে বিপৎসীমার পরিমাপ হচ্ছে ৯ দশমিক ৪০ সেন্টিমিটার।

সন্ধ্যা ৬টার দিকে যমুনার পানি ৬ সেন্টিমিটার বেড়ে ৪৬ সেন্টিমিটারে দাঁড়ায়।  

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।