ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাকরি স্থায়ীকরণসহ ৪ দফা দাবি সিএইচসিপিদের 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
চাকরি স্থায়ীকরণসহ ৪ দফা দাবি সিএইচসিপিদের 

সাতক্ষীরা: প্রধানমন্ত্রী কর্তৃক চাকরি স্থায়ীকরণের ঘোষণা বাস্তবায়নসহ চার দফা দাবিতে সাতক্ষীরার আশাশুনি উপজেলার ৩৮টি কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি) মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় উপজেলা সিএইচসিপি অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- স ম সেলিম রেজা, সাইফুজ্জামান সাগর, স্মৃতি রাণী দাস, সাইদুল বাশার, তরিকুল ইসলাম, রবিউল ইসলাম, শেখ আলিমুন রাজীব, আশরাফ হোসেন, সেলিনা খাতুন, সোহেলি সুলতানা, অমিত সরকার, বাসুদেব কুমার মণ্ডল, আছাফুজ্জামান, হরিদাস অধিকারী, দেবব্রত বাছাড়, তানিয়া ইয়াসমিন, তানিয়া রহমান, আবু রায়হান, আলিমুদ্দিন, ফিরোজ আহমেদ, অলোকা রাণী, অনামিকা সরকার, রবীন্দ্রনাথ, ফারজানা আক্তার, মোজাম্মেল হক, কল্পনা খাতুন, আয়ুব আলী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, কমিউনিটি ক্লিনিকের সেবা নিয়ে আজ সবাই গর্ব করে। অথচ সেই ক্লিনিকের সেবাদানকারী সিএইচসিপিরা চরম মানবেতর জীবনযাপন করছেন। তাদের কোনো পদোন্নতি নেই, নেই প্রভিডেন্ট ফান্ড।

এ সময় তারা প্রধানমন্ত্রী কর্তৃক চাকরি স্থায়ীকরণের ঘোষণা বাস্তবায়ন, এগারতম গ্রেড ও ইনক্রিমেন্ট প্রদানসহ চার দফা দাবি পূরণে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
কেএআর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।