ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তেঁতুলিয়ায় শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
তেঁতুলিয়ায় শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে অন্তরা (২২) নামে এক গৃহবধূকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী তুলামিয়া (৪৫) বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তিনি।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলার শালবাহান ইউনিয়নের জামিয়াগুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২ বছর আগে তুলামিয়ার সঙ্গে বিয়ে  হয় অন্তরার।

অন্তরা তুলামিয়ার ৪র্থ স্ত্রী ছিলেন। মঙ্গলবার সকালে পারিবারিক কলহের জেরে তুলামিয়া অন্তরাকে গলাটিপে হত্যা করে। পরে স্থানীয়রা বুঝতে পারলে তুলামিয়া পালিয়ে যায়।  

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ঘাতক তুলামিয়া মিয়াকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।