ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে ইসলামপুর পর্যন্ত চলবে ট্রেন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩২, জুলাই ১৪, ২০২০
ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে ইসলামপুর পর্যন্ত চলবে ট্রেন

ঢাকা: বন্যার কারণে ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার রুটে তিস্তা এক্সপ্রেসসহ সংশ্লিষ্ট সব ট্রেন ইসলামপুর পর্যন্ত চলাচল করবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

মঙ্গলবার (১৪ জুলাই) রেলওয়ের পরিবহন বিভাগ এ তথ্য জানায়।

সূত্র জানায়, আকস্মিক বন্যার কারণে দেওয়ানগঞ্জ বাজার পর্যন্ত ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে।

তবে আপাতত ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে দেওয়ানগঞ্জ বাজারের পরিবর্তে ইসলামপুর পর্যন্ত চলাচল করবে ট্রেন। বন্যা পরিস্থিতির উন্নতি হলে ফের দেওয়ানগঞ্জ বাজার পর্যন্ত ট্রেন চলাচল করবে। তাই যাত্রী সাধারণকে ইসলামপুর বাজার থেকে ট্রেনে যাতায়াত করতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
টিএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ