ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাদারীপুরে ভেজাল খাদ্যের কারখানা সিলগালা-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
মাদারীপুরে ভেজাল খাদ্যের কারখানা সিলগালা-জরিমানা

মাদারীপুর: মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় শিশুদের ভেজাল খাদ্য, নকল হ্যান্ড স্যানিটাইজার ও কসমেটিকস তৈরির কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার ইশিবপুর ইউনিয়নের দারাদিয়া গ্রামে মা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট কারাখানায় এ অভিযান চালানো হয়।  

এ সময় এনএসআইর কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে কারাখানার মালিক আব্দুর রশিদ মুন্সি পালিয়ে যায়।

পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের মাধ্যমে কারখানার অন্য শ্রমিকদের সহযোগিতায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জাতীয় গোয়েন্দা সংস্থার মাদারীপুরের উপ-পরিচালক মো. সাইদুর রহমান জানান, দীর্ঘদিন ধরে নামি-দামি কোম্পানির মোড়ক ব্যবহার করে কারখানাটিতে শিশুদের ভেজাল খাদ্য, বিভিন্ন ধরনের নকল প্রসাধনী, জীবাণুনাশক তৈরি করে আসছে এমন সংবাদের ভিত্তিতে রাজৈর থানা পুলিশের সহযোগিতা অভিযান চালানো হয়। এ সময় কারখানার মালিক পালিয়ে গেলেও জরিমানা আদায় করা হয় ৫০ হাজার টাকা। পরে কারাখানাটি সিলগালা করে দেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।