ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনায় দিনাজপুর পলিটেকনিকের সাবেক রেজিস্ট্রারের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
করোনায় দিনাজপুর পলিটেকনিকের সাবেক রেজিস্ট্রারের মৃত্যু

দিনাজপুর: করোনা আক্রান্ত হয়ে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক রেজিস্ট্রার আব্দুল জলিলের (৭৬) মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টায় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা এলাকার বাসিন্দা ছিলেন।

 

দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস জানান, গত ৮ জুলাই করোনা উপসর্গ দেখা দিলে আব্দুল জলিলের নমুনা সংগ্রহ করা হয়। ৯ জুলাই এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজের আরটি পিসিআর ল্যাবের পরীক্ষার পর করোনা পজিটিভ আসে। ১২ জুলাই শ্বাসকষ্ট শুরু হলে তাকে এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।  

স্বাস্থ্যবিধি মেনে কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় তার মরদেহ দাফন করা হবে বলে তিনি জানান।  

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।