ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, ২ কারখানায় জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, ২ কারখানায় জরিমানা

নওগাঁ: নওগাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে মানহীন সেমাই তৈরির অপরাধে দুটি কারখানায় ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে শহরের পালপাড়া সেমাই কারখানা ও রজাকপুর সেমাই কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।  

অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শোয়েব আহমেদ।

এ সময় প্রশাসনের কর্মকর্তা এনএসআইয়ের সদস্য ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে পরবর্তীতে অস্বাস্থ্যকর পরিবেশে মানহীন সেমাই তৈরি না করার জন্য কারখানা মালিকদের সাবধান করে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
কেএআর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।