ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাগেশ্বরীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
নাগেশ্বরীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বন্যার পানিতে ডুবে লামিয়া খাতুন (দেড় বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার মাদারগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লামিয়া উপজেলার বল্লভেরখাস ইউনিয়নের মাদারগঞ্জ এলাকার আলমগীর হোসেনের মেয়ে।

 

বল্লভেরখাস ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আকমল হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেলে লামিয়াকে উঠানের উঁচু স্থানে বসিয়ে রেখে বন্যার পানিতে কাপড় কাচতে যান মা হাবিবা বেগম। এ সময় তার অগোচরে শিশুটি পানিতে পড়ে ডুবে যায়। পরে কাপড় কাচা শেষে শিশুটিকে দেখতে না পেয়ে তিনি চিৎকার করে খুঁজতে থাকলে পরিবারের সদস্যরা এসে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
এফইএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।