ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভোক্তা অধিকার-এনএসআই’র অভিযানে ২ বেকারিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
ভোক্তা অধিকার-এনএসআই’র অভিযানে ২ বেকারিকে জরিমানা এনএসআই এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

কুড়িগ্রাম: বিষাক্ত রাসায়নিক দ্রব্য ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রির দায়ে কুড়িগ্রামে দুটি বেকারিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) কুড়িগ্রাম জেলা কার্যালয় যৌথ অভিযান পরিচালনা করে।

কুড়িগ্রাম জেলা এনএসআই-এর আগাম তথ্যের ভিত্তিতে যৌথ অভিযানে নাইম বেকারিকে ৫ হাজার টাকা ও লক্ষ্মী বেকারিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রামের পক্ষে দায়িত্ব প্রাপ্ত সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সাতজনের একটি দল ও জেলা এনএসআই-এর জুনিয়র ফিল্ড অফিসার মো. রাশেদুজ্জামান, মো. রাশিদুল ইসলামসহ চার সদস্যের একটি দল অভিযানে উপস্থিত ছিল।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।